জনসংখ্যা ও জনবসতি | উচ্চমাধ্যমিক ভূগোল | HS Geography | Jonosonkhya o Jonobosoti

   জনসংখ্যা ও জনবসতি

জনসংখ্যা ও জনবসতি উচ্চমাধ্যমিক ভূূগোল বিষয়ের অন্তর্গত । আজকের পোস্টে এই জনসংখ্যা ও জনবসতি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হলো । আশা করি এগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । 


জনসংখ্যা ও জনবসতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর-

১) জনঘনত্ব সাধারণত বেশি হয় – 
( ক ) পর্বতে 
( খ ) মালভূমিতে 
( গ ) উপকূলে 
( ঘ ) জঙ্গলে 

উঃ- গ

২)  ভারতের একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ হল – 
( ক ) মেদিনীপুর 
( খ ) জুনপুট 
( গ ) দুর্গাপুর 
( ঘ ) দার্জিলিং 

উঃ- গ

৩) মােট জনসংখ্যা ও মােট জমির পরিমাণের অনুপাতকে বলে - 
( ক ) মানুষ - জমি অনুপাত 
( খ ) জনঘনত্ব 
( গ ) জমিঘনত্ব 
( ঘ) সম্পদঘনত্ব 

উঃ- খ

৪) ভারতে সাক্ষরতার হার হল -
( ক ) 74.04 % 
( খ ) 76.06 % 
( গ ) 84.04 % 
( ঘ ) 86.06 % 

উঃ- ক

৫) পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হল – 
( ক ) নেপাল 
( খ ) ব্রুনেই 
( গ ) মালদ্বীপ 
( ঘ ) ভাটিকান সিটি 

উঃ- ঘ

৬)  প্রশাসনিক শহরের উদাহরণ হল – 
( ক ) দুর্গাপুর 
( খ ) শান্তিনিকেতন 
( গ ) নিউ দিল্লি 
( ঘ ) বারাণসী 

উঃ- গ
৭) প্রতি বর্গকিমিতে ৫১  জনের বেশি জনসংখ্যা যুক্ত অঞ্চলকে – 
( ক ) অল্প ঘনবসতিপূর্ণ 
( খ ) অতি ঘনবসতিপূর্ণ 
( গ ) অতি অল্প ঘনবসতিপূর্ণ 
( ঘ ) অতি অল্প ঘনবসতিপূর্ণ অঞ্চল বলে 

উঃ- খ

৮ )  অতি বিরল বসতি অঞ্চলে জনঘনত্ব হল প্রতি বর্গকিমিতে - 
( ক ) ১ জনের কম 
( খ ) ৫ জনের কম 
( গ ) ১০ জনের কম 
 ( ঘ ) ১৫ জন 

উঃ- ক

৯) পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে মহাদেশে তা হল – 
( ক ) এশিয়া 
( খ ) ইউরােপ 
( গ ) আফ্রিকা 
( ঘ) ওশিয়ানিয়া  

উঃ- গ

১০) মহানগরে ন্যূনতম জনসংখ্যা থাকে -
( ক ) ১ কোটি  
( খ ) ১০ কোটি  
( গ ) ১ লক্ষ 
( ঘ ) ১০ লক্ষ 

উঃ- ঘ

১১) বর্তমান ভারতে শহরবাসী জনসংখ্যার শতাংশ হল – 
( ক ) ২১ 
( খ ) ২৯ 
( গ ) ২৬ 
( ঘ ) ৩১

উঃ- ঘ

১২) জার্মানিতে শহর কী নামে পরিচিত ? – 
( ক ) স্টাডেন
( খ ) স্ট্যাড
( গ ) সিটি 
( ঘ ) টাউন 

উঃ- খ

১৩)  ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে আছে , তা হল – 
( ক ) প্রথম 
( খ ) দ্বিতীয় 
( গ ) তৃতীয় 
( ঘ ) চতুর্থ 

উঃ- খ

১৪) ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক হল –
( ক ) গ্রাম  
( খ ) শহর 
( গ ) নগর
( ঘ ) মৌজা 

উঃ- ঘ

জনসংখ্যা ও জনবসতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর-


১৫)  ভারতের মহানগরের সংখ্যা – 
( ক ) ৫৩ টি 
( খ ) ৫৪ টি
( গ ) ৫৫ টি 
( ঘ ) ৫৬ টি 

উঃ- ক

১৬) 'কনারবেশন ’ শব্দটি প্রথম ব্যবহার করেন – 
( ক ) জাঁ গটম্যান 
( খ ) পলম্যান
( গ ) পেট্রিক গেডেস 
( ঘ ) হান্টিংটন 

উঃ- গ

১৭) ভারতের একটি প্রতিরক্ষা শহর হল --- 
( ক ) চণ্ডিগড় 
( খ ) জয়পুর  
( গ ) ব্যারাকপুর 
( ঘ ) ত্রিবান্দ্রম 

উঃ- গ

১৮) জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হল – 
( ক ) প্রজনন  
( খ ) অভিবাসন 
( গ ) বয়ঃলিঙ্গ অনুপাত
( ঘ ) মরণশীলতা 

উঃ -গ 

১৯) ভারতের জনসংখ্যা আয়ােগ কর্তৃক প্রদত্ত পৌরবসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম পুরুষকর্মীর শতকরা মানদণ্ডটি হল -
( ক ) ২৫ 
( খ ) ৭৫ 
( গ ) ৫০
( ঘ ) ৯৫ 

উঃ- খ

২০) জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তা হল -
( ক ) প্রথম 
( খ ) দ্বিতীয় 
( গ ) তৃতীয় 
( ঘ) চতুর্থ

উঃ- খ

২১) ভারতের সবচেয়ে সাক্ষর রাজ্যটি হল – 
( ক ) পশ্চিমবঙ্গ
( খ ) বিহার  
( গ ) কেরালা 
( ঘ ) মিজোরাম 

উঃ- গ

২২) একটি জনবিরল দেশ হল – 
( ক ) চিন 
( খ ) ভারত 
( গ ) অস্ট্রেলিয়া
( ঘ ) ইংল্যান্ড 

উঃ- গ

২৩) ভারতীয় জনগণনা অনুসারে পৌরবসতি নির্ধারণে অকৃষিক্ষেত্রে নিযুক্ত শতকরা জনসংখ্যা হল - 
( ক ) ৫০
( খ ) ৭৫
( গ ) ৮০
( গ ) ১০০ 

উঃ- খ

২৪)  সমগ্র পৃথিবী পৌরবসতিতে পরিপূর্ণ হলে তাকে বলে – 
( ক ) একুমেনােপলিস 
( খ ) মেট্রোপলিস
( গ ) নেক্রোপলিস 
( ঘ ) পলিস 

উঃ- ক

২৫) কোনাে দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলে – 
( ক ) কাম্য জনসংখ্যা 
( খ ) স্থিতিশীল জনসংখ্যা 
( গ ) জনস্বল্পতা 
( ঘ ) জনাকীর্ণতা 

উঃ- ঘ

 ২৬)  ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল – 
( ক ) বিহার 
( খ ) অসম 
( গ ) সিকিম 
( ঘ ) ত্রিপুরা 

উঃ- গ

২৭)  ভারতের একটি সামরিক শহরের উদাহরণ হল – 
( ক ) ব্যারাকপুর 
( খ ) পারাদ্বীপ 
( গ ) হায়দরাবাদ 
( ঘ ) পুনে 

উঃ- ক

২৮) ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল – 
( ক ) ৯৫০ : ১০০০ 
( খ ) ৯৩০: ১০০০ 
( গ ) ৯৩৫: ১০০০ 
( ঘ ) ৯৪০ : ১০০০

উঃ- ঘ

২৯)  নিত্যবহ নদীর দুই পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে তা হল – 
( ক ) বৃত্তাকার 
( খ ) রৈখিক 
( গ ) অশ্বক্ষুরাকৃতি 
( ঘ ) দাবার ছক আকৃতি

উঃ- খ

৩০) কোনাে বড়াে শহরের কেন্দ্রীয় অংশকে বলে – 
( ক ) পৌরবসতি 
( খ ) হ্যামলেট 
( গ ) CBD 
( ঘ ) বাজার 

উঃ- গ

জনসংখ্যা ও জনবসতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর-

৩১) জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ তীক্ষ্ণ - 
( ক ) অনুন্নত অর্থনীতি
( খ ) বিপর্যস্তঅর্থনীতি 
( গ ) উন্নত অর্থনীতির ইঙ্গিত দেয় 
( ঘ ) কোনােটিই নয় 

উঃ- ক

৩২) ছােটোনাগপুর মালভূমির গ্রামীণ বসতির আকার – 
( ক ) আয়তাকার 
( খ ) বর্গাকার 
( গ ) দাবার ছকের আকার 
( ঘ ) দণ্ডকার হয় 

উঃ- ক

৩৩)  কোন্ দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে ? – 
( ক ) আমেরিকা যুক্তরাষ্ট্র 
( খ ) অস্ট্রেলিয়া 
( গ ) জাপান 
( ঘ ) জার্মানি 

উঃ- ঘ

৩৪) ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হল – 
( ক ) দিল্লি 
( খ ) মুম্বাই 
( গ) চেন্নাই 
( গ ) কলকাতা 

উঃ- খ

জনসংখ্যা ও জনবসতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর-

৩৫) প্রায় যােগাযােগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে – 
( ক ) হ্যামলেট 
( খ ) গ্রাম  
( গ ) মৌজা 
( ঘ ) শহর 

উঃ- ক

৩৬) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে –
( ক ) হ্যামলেট 
( খ) মৌজা  
( গ ) শুকবিন্দু বসতি 
( ঘ ) আর্দ্রবিন্দু বসতি

উঃ- ক

৩৭) ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনাে শহরের ন্যূনতম জনসংখ্যা হল - 
( ক ) ১০০০ 
( খ ) ৫০০০ 
( গ )১০০০০  
( ঘ ) ১০০০০০

উঃ- খ

৩৮) ভারতে কোন প্রকার অভ্যন্তরীণ পরিযান সর্বাধিক ঘটে ? – 
( ক ) গ্রাম থেকে শহরে 
( খ ) শহর থেকে শহরে 
( গ ) গ্রাম থেকে গ্রামে 
( ঘ ) শহর থেকে গ্রামে

উঃ- ক

৩৯) ২০১১- এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল – 
( ক ) পশ্চিমবঙ্গ 
( খ ) কেরালা 
( গ ) উত্তরপ্রদেশ 
( ঘ ) বিহার 

উঃ- ঘ

৪০) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল – 
( ক ) পশ্চিমবঙ্গ 
( খ ) বিহার 
( গ ) উত্তরপ্রদেশ
 ( ঘ ) মহারাষ্ট্র 

উঃ- গ

৪১)  দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে , তা হল -
( ক ) ' L ' আকৃতির 
( খ ) ' Y ' আকৃতির  
( গ ) ' Z ' আকৃতির
( ঘ ) ' N ' আকৃতির 

উঃ- ক

৪২) কার্যাবলির ভিত্তিতে বারাণসী শহরটি হল – 
( ক ) প্রশাসনিক শহর 
( খ ) ধর্মীয় শহর 
( গ ) প্রতিরক্ষামূলক শহর 
( ঘ ) শিল্পনগরী 

উঃ- খ

৪৩) ' জনসংখ্যা বিবর্তনতত্ত্ব ' - এর প্রথম পর্যায় বলতে বােঝায় – 
( ক ) প্রাক্ - শিল্পবিপ্লবের সময়কালকে 
( খ ) শিল্পবিপ্লবের সময়কালকে 
( গ ) শিল্পবিপ্লবের পরবর্তী সময়কালকে 
( ঘ ) বর্তমান সময়কালকে 

উঃ- ক

৪৪) কোনাে শহরের মােট জনসংখ্যা ১০,০০০,০০ - এর বেশি হলে , তাকে বলে -
( ক ) পৌরপুঞ্জ
( খ ) মেগাসিটি 
( গ ) মহানগর
( ঘ ) মহানগরপুত্র 

উঃ- গ

৪৫) প্রায় জনশূন্য অঞ্চল হল - 
( ক ) জাইরে নদী অববাহিকার বনভূমি 
( খ ) স্তেপ তৃণভূমি 
( গ ) ব্রাজিলের পূর্বভাগ 
( ঘ ) বৃহৎ হ্রদ অঞ্চল 

উঃ-ক

৪৬) লুই মামফোর্ড প্রতিটি শহরকে -
( ক ) ৬ টি  
( খ ) ৫ টি 
( গ ) ৪ টি 
( ঘ ) ৭ টি অবস্থা বা পর্যায়ে অন্তর্ভুক্ত করেছেন 

উঃ-ক

৪৭)  বিশ্বের মােট জনসংখ্যার শতকরা ৩০ ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র – 
( ক ) ১০ % 
( খ ) ২০ % 
( গ ) ১৫ % 
( ঘ ) ৩০ % স্থানে

উঃ- ক

৪৮) ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে –
( ক ) নগর  
( খ ) পৌরপুঞ্জ 
( গ ) পৌরপিন্ড 
( ঘ ) মেগাসিটি 

উঃ-ঘ

৪৯) খুচরাে বাজারকেন্দ্রিক পৌরবসতিকে বলে – 
( ক ) পলিস 
( খ ) মেট্রোপলিস  
( গ ) ইয়ােপলিস 
( ঘ ) মেগালােপলিস 

উঃ- ক

৫০) ‘ পলিস ’ - এর অর্থ হল – 
( ক ) নগর  
( খ ) বন্দর 
( গ ) সড়ক 
( ঘ ) ব্যাবসাক্ষেত্র 

উঃ- ক

৫১)  জনবিবর্তন মডেলের যে পর্যায়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির অবস্থান দেখা যায় , তা হল – 
( ক ) প্রথম পর্যায় 
( খ ) দ্বিতীয় পর্যায় 
( গ ) তৃতীয় পর্যায় 
( ঘ ) চতুর্থ পর্যায় 

উঃ- ঘ

জনসংখ্যা ও জনবসতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) ‘ পৌরপুঞ্জ ’ - এর সংজ্ঞা দাও ।

উঃ-  এক‌ই পথের দ্বারা যুক্ত অথচ বিচ্ছিন্ন এমন একাধিক শহর আয়তনে বাড়তে বাড়তে যখন পরস্পর মিলিত হয়ে যে ছেদহীন বহুদূর বিস্তৃত পৌর অঞ্চল গড়ে ওঠে তাকে পৌরপুঞ্জ বা কনারবেশন বলে ।

 
২)  অতিজনাকীর্ণতা বলতে কী বােঝায় ? 

উঃ- কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় অনেক বেশি হলে তাকে অতিজনাকীর্ণতা বলে ।

৩) ভারতে 2011 জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ?
উঃ-বিহার ।

৪) সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তােলে ?
উঃ- গোষ্ঠীবদ্ধ বসতি ।

৫) মানুষ - জমি অনুপাতকে কী বলে ? 

উঃ- মানুষ-জমি অনুপাত বলতে কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে বোঝায় ।

৬) জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে ভারত বর্তমানে উন্নীত হয়েছে ? 
উঃ- দ্বিতীয় পর্যায়ে ।

৭) 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ? 
উঃ- ১০২৯ জন/ বর্গকিমি ।

৮) দ্বৈত নগর কাকে বলে ? 

উঃ- দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে দ্বৈত শহর বা যমজ শহর বলে । যেমন - কলকাতা-হাওড়া , হায়দ্রাবাদ - সেকেন্দ্রাবাদ ।

৯) হ্যামলেট কী ? 

উঃ- মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুবই অল্প সংখ্যক বসতি নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বসতি গুলিকেই হ্যামলেট বলে ।

১০)  ‘ গােল্ড কলার জব ’ কোনটি ?
উঃ- পঞ্চম স্তরের বা অতি নব্যস্তরের কাজগুলি গোল্ডকলার জব ।

১১) অভিবাসন কী ? 

উঃ- বিদেশে বসবাস তুলে দিয়ে কোনো ব্যক্তি বা জাতিবর্গের স্থায়ী বা অস্থায়ী ভাবে নিজের দেশে আগমনের ঘটনাকে অভিবাসন বলে । 

১২) শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?

উঃ- কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হলে সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস খুবই নগণ্য হয় । এই পরিস্থিতিকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে ।


১৩)  ' Rurban ' ? 

উঃ- মূল শহরের বাইরে যেখানটি  শহর বা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থান করে । তাকে রারবান ( Rural+ Urban =( Rur+Bun )( Rurban )বলে ।

১৪) নাসপাতির মতাে আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম লেখাে ।
উঃ- জাপান , সুইডেন ।

১৫)  কবে ভারতের প্রথম জনগণনা শুরু হয় ? 
উঃ- ১৮৭২ খ্রিস্টাব্দে ।


১৬) কার্যকরী জমি কাকে বলে ? 

উঃ- যে সব জমি মানুষের কাজে লাগে এবং যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে , সেইসব জমিকে কার্যকর জমি বলে ।

১৭)  আমেরিকা ও কানাডার বয়স - লিঙ্গ পিরামিড কোন্ শ্রেণির ?
উঃ- চতুর্থ শ্রেণীর (ঘন্টা বা Bell আকৃতির ) ।

১৮) জনসংখ্যা বিবর্তন মডেলের দুজন প্রবক্তার নাম লেখাে
উঃ- ওয়ার্নার থম্পসন, বিজু গার্নিয়ার । 

জনসংখ্যা ও জনবসতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১৮)  গােষ্ঠীবদ্ধ জনবসতি কাকে বলে ? 

উঃ- মানুষ যখন তার নিজস্ব প্রয়োজনে একসাথে বসতি গড়ে তোলে , তখন তাকে গোষ্ঠীবদ্ধ বসতি বলে ।

১৯) সবুজ গ্রাম ’ অথবা , বন্য গ্রাম কী ? 

উঃ- বনভূমির উপর ভিত্তি করে গড়ে ওঠা গ্রামকে সবুজ গ্রাম বলে ।

২০)  রাস্তার দুপাশ বরাবর কোন্ ধরনের জনবসতি গড়ে ওঠে ? 
উঃ- রৈখিক বসতি ।

২১) জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়ঃলিঙ্গ পিরামিডের আকৃতি কীরূপ হয় ? 
উঃ- ন্যাসপাতি আকৃতির ।

২২) কোনাে শহরের ' কেন্দ্রীয় বাণিজ্যিক অঞল ’বলতে কী বােঝাে ? 
     অথবা , 
CBD কাকে বলে ? 

উঃ- পৌরবসতির যে অংশে ব্যাঙ্ক, বিমা , ব্যবসাবাণিজ্য , অফিস-আদালত ও প্রশাসনিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়গুলি একসঙ্গে অবস্থান করে । শহরের সব রাস্তা এখানে এসে মিলিত হয় । দিনের বেলা প্রচন্ড কর্মব্যস্ততা দেখা যায় । সন্ধ্যের পর শুনশান হয়ে পড়ে । এইধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত অংশকে কেন্দ্রীয় বানিজ্য এলাকা বা CBD বলে ।

২৩) ভারতে ‘ মেগাসিটির ’ ন্যূনতম জনসংখ্যা কত ? 
উঃ- ৫০ লক্ষের বেশি ।

২৪) জনবিবর্তনের কোন্ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌছায় ? 
উঃ- পঞ্চম পর্যায়ে ।


২৫) কোন্ মহাদেশের ও কোন্ দেশের জনসংখ্যা বেশি ? 
উঃ- মহাদেশ- এশিয়া
      দেশ - চিন ।

২৬)  মানব উন্নয়ন সূচক ধারণার প্রথম প্রবর্তক কে ছিলেন ?
উঃ- পাকিস্তানি অর্থনীতিবিদ মেহেবুব উল হক । 

২৭)  ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি ?
উঃ- কেরালা ( ২০১১ জনগণনা অনুযায়ী)

২৮) শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন্ কোন্ দেশে ? 
উঃ- জাপান , সুইডেন প্রভৃতি দেশে ।

২৯) পরিব্রাজন কয়প্রকার ও কী কী ? 
উঃ- দুই প্রকার -১) বর্হিমুখী ২) অর্ন্তমুখী ।

জনসংখ্যা ও জনবসতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

৩০) মহানগর কাকে বলে ?
উঃ- ১০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে মহানগর বলে ।

৩১) মেগাসিটি কী ? 
উঃ-৫০ লক্ষের বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরবসতিকে মহানগর বলে ।

৩২)  ‘ পৌরপুঞ্জ ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উঃ- প্যাট্রিক গেডেস ।

৩৩) শুষ্কবিন্দু বসতি কাকে বলে ?

উঃ- বন্যার সময় গ্রামের অপেক্ষাকৃত উঁচু অংশ জলের উপরে জেগে থাকে । যেহেতু একটিমাত্র উঁচু অংশে সব গ্রামবাসী বাস করতে পারে না , তাই তারা যতদূর সম্ভব উঁচু অথচ শুষ্ক অংশে বাস করার চেষ্টা করে । এ ধরনের বসতিকে শুষ্কবিন্দু বসতি বলে ।

৩৪) প্রব্রজন বা পরিব্রাজন বলতে কী বােঝাে ? 

উঃ- মানুষ যখন কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে পরিব্রাজন বলে ।

৩৫) ভারতের বিজ্ঞাননগরী বলা হয় কাকে ?
উঃ- বেঙ্গালুরু

৩৬) নক্ষত্রাকার বসতি কাকে বলে ? 

উঃ- বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়কপথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় , তখন তাকে দেখতে অনেকটা নক্ষত্রের মতো হয় ।তাই তাকে নক্ষত্রাকার বসতি বলে ।

৩৬) পৃথিবীর সবচেয়ে বিরল জনবসতিযুক্ত মহাদেশ কোনটি ? 
উঃ- অ্যান্টাকর্টিকা মহাদেশ ।

৩৭) ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কী ? 
উঃ- মৌজা ।

৩৮) জনসংখ্যার ধণাত্মক বৃদ্ধি বলতে কী বােঝাে ? 

উঃ- যদি কোনো দেশের জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি এবং জন্মগ্রহণ করা মোট জনসংখ্যা মোট মৃত জনসংখ্যার  চেয়ে বেশি হয় ,তবে দেশের জনসংখ্যা বাড়ে । এই পরিস্থিতি হল ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি ।

৩৯ ) জলবিন্দু বসতি কাকে বলে ? 

উঃ- কোনো জলের উৎসকে কেন্দ্র করে যখন গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে তখন তাকে জলবিন্দু বসতি বলে ।

৪০) ভারতে শহুরে জনসংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ?
উঃ- মহারাষ্ট্র ।


একটি মন্তব্য পোস্ট করুন

Please don't put spam comments

Below Post Ad