-->

একাদশ শ্রেণী ইতিহাস | প্রথম অধ্যায় | ছোট প্রশ্নোত্তর | Class 11 History First Chapter

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়

সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ

 1.‘ প্রাক - ইতিহাস ’ শব্দটির অর্থ কী ?

a ) 'প্রায় ইতিহাস ’ ও ‘ ইতিহাস ’ - এর মধ্যবর্তী সময়কাল 

b ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না । 

c ) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না । 

d ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত 

Ans:-b

2. প্রাক - ইতিহাস ( Pre - Historic Age ) হল— 

a ) প্রস্তর যুগ 

b ) তাম্র যুগ .

c ) লৌহ যুগ 

d ) বরফ যুগ । 

Ans:- a


3. ইংরেজিতে ‘ প্রি - হিস্ট্রি ’ কথাটি প্রথম ব্যবহার করেন -

a ) পল তুর্নাল 

b ) ড্যানিয়েল উইলসন । 

c ) র়্যাঙ্কে । 

d ) লর্ড অ্যাকটন 

Ans:- b


4 ) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল-

a) লিপি

b ) মুদ্রা 

c ) ধর্মগ্রন্থ । 

d) জীবাশ্ম

Ans:- d


5. প্রায় - ইতিহাস শব্দটির অর্থ ---

a ) ইতিহাসের আগের যুগ 

b ) ইতিহাসের পরের যুগ 

c ) প্রাক - ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল 

d) যেসময় মানুষ লিখন পদ্ধতি জানত না । 


Ans:- c

6. 'Historia ' যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে , তা হল
a) গ্রিক
b ) ইংরেজি
c ) লাতিন
d ) ফরাসি
Ans:- a

7.  ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন --
a ) এলউইন সাইস ।
b ) লুইলিকি
c ) টিস হােয়াইট
d ) জোহানসন
Ans:- a

8. সবচেয়ে পুরানাে জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে--
a ) অস্ট্রেলিয়ায় 
b ) উত্তর আমেরিকায়
c ) দক্ষিণ আমেরিকায় ।
d ) আফ্রিকায় ।
Ans:- d

9. রেডিয়াে কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন-

a ) উইলার্ড ফ্রাঙ্ক লিবি
b ) লেকি দম্পতি
c ) দয়ারাম সাহানি ।
d ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।
Ans:- a

10. প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায়
a ) দুটি ভাগে ।
b ) তিনটি ভাগে
c ) চারটি ভাগে ।
d ) কোনােটিই নয়
Ans:- c

11. ইতিহাস রচনার মূল ভিত্তি হল --
a ) অর্থনৈতিক
b ) সামাজিক
c ) অলিখিত
d ) লিখিত
Ans:- d

12. অশােকের শিলালিপি পাঠোদ্ধার করেন—
a ) জেমস প্রিন্সেপ 
b ) এ.এল.ব্যাসাম 
c ) দয়ারাম সাহানি
d ) হােমার ।
Ans:- a

13. প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন রাজার শিলালিপির পাঠোদ্ধার করেছেন ?
a ) চন্দ্রগুপ্ত মৌর্যের
b ) সমুদ্রগুপ্তের
c ) অশােকের
d ) হর্ষবর্ধনের
Ans:- c

14. ‘হােমাে হাবিলিস’ কথার অর্থ হল --
a ) দন্ডায়মান মানুষ
b ) দক্ষ মানুষ 
c ) বুদ্ধিমান মানুষ
d ) বন মানুষ
Ans:- b

15 .“অরিজিন অব স্পিসিস ' গ্রন্থের রচয়িতা --
a ) ই.এইচ , কার
b ) ক্চে
c ) র়্যাঙ্কে 
d ) চার্লস ডারউইন
Ans:- d

16. অধিকাংশ ঐতিহাসিকগণের ধারণায় আদিম মানবের --
a ) সম্ভাব্য জন্মভূমি হল এশিয়া 

b ) সম্ভাব্য জন্মভূমি হল আফ্রিকা ।

c ) সম্ভাব্য জন্মভূমি হল অস্ট্রেলিয়া
d ) সম্ভাব্য জন্মভূমি হল আমেরিকা
Ans:- b

17. এ পর্যন্ত সবচেয়ে পুরানাে জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে -
a ) অস্ট্রেলিয়ায়
b ) উত্তর আমেরিকায়
c ) দক্ষিণ আমেরিকায়
d ) আফ্রিকায়
Ans:- d

18.“হােমাে ইরেক্টাস’ শব্দটির অর্থ
a ) দশ মানব ।
b ) দন্ডায়মান মানব
c ) বুদ্ধিমান মানব
d ) আধুনিক মানব
Ans:- b

19. একটি লিটল এপ - এর উদাহরণ হল
a ) গােরিলা
b ) গিবন
c ) শিম্পাঞ্জি
d ) ওরাংওটাং
Ans:- b

20. 'খই খই ' হল আফ্রিকার একটি --
a ) আদিম জনগােষ্ঠী
b ) আদিম ভাষা
c ) আদিম অঞ্চল ।
d ) আদিম ধর্মবিশ্বাস ।
Ans:- a

21. পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন -
a ) লুই লিকি
b ) এলউইন সাইম
c ) জোহানসন ।
d )পেই ওয়েন চুং
Ans:- d

22. আদিম মানুষ সর্বপ্রথম পােষ মানিয়েছিল --
a ) গােরু
b ) ভেড়া 
c)বিড়াল
d ) কুকুর 
Ans:- d

23. পৃথিবীর প্রাচীনতম মানব নিদর্শন কোথায় পাওয়া গেছে -- 

a ) মিশরে
b ) চিনে
c ) ভারতে
d ) আফ্রিকায় 
Ans:-d

24. কোন যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে  পরিণত হয় ?
a ) তামযুগে
b ) মধ্যপ্রস্তর যুগে
c ) পুরােনাে প্রস্তর যুগে ।
d ) তুষার যুগে
Ans:- b

25. প্রাচীন কালে সভ্যতার বিকাশ ঘটেছিল --
a ) বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে 

b ) বিভিন্ন পাহাড়ের কোলে 

c ) বিভিন্ন নদী উপত্যকায়
d ) বিভিন্ন সমভূমিতে 

Ans:- c

26.  মানুষ প্রথম যে কৃষিজ ফসল উৎপাদন করে
a ) ধান 
b ) গম ,
c ) যব
d ) তৈলবীজ
Ans:- c

27. ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা হল
a ) মেহেড়গড় সভ্যতা ।
b ) হরপ্পা সভ্যতা ,
c ) আর্য সভ্যতা
d ) আজটেক সভ্যতা ।
Ans:- a

28. প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্যের চাষ শুরু হয়েছিল ? 
a ) ধান 
b ) গম
c ) যব 
d ) তুলাে
Ans:- c


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলে ? 

উঃ প্রাক ঐতিহাসিকযুগ সেই যুগ ,যখন লিপির ব্যবহার হয়েছে ,কিন্তু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি । এই যুগকে প্রাক- ঐতিহাসিক যুগ বলে ।

২। লেখমালা বলতে কী বােঝ ?

 উঃ প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে পাথর , ইট , বিভিন্ন ধাতু ইত্যাদির গায়ে খােদিত বিভিন্ন লিপি প্রাচীনকালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে । যেমন — সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি ।  


৩। ইতিহাস পুরাণ কী ?
উঃ প্রাচীন ভারত কিংবা গ্রীস প্রভৃতি প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে । যার মাধ্যমে অনেক ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায় এবং যেগুলির মাধ্যমে ইতিহাস রচনার কাজ সহজ হয় । এগুলিকে ইতিহাস পুরাণ বলে ।

৪। প্রবহমান কাল বলতে কী বােঝ ?
উ : কাল সম্পর্কিত ধারণায় মনে করা হয় যে , ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে শুরু করে রৈখিক ধারায় সমাপ্তির দিকে এগিয়ে যায় । এই সময় ধারাকে ইতিহাসের প্রবহমান কাল বলে ।

৫। প্রি - হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বােঝ ?
উ : মানব সংস্কৃতির আরম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদান প্রান্তিকালের মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ ।

৬। ভারতে ‘ সাবঅলটার্ন স্টাডিজ ' গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন ?
উঃ রণজিৎ গুহ ।

৭। জেমস মিল ভারতে ইতিহাসকে কী কী ভাগে ভাগ করেছেন ?
উ : তিনভাগে —i ) হিন্দুযুগ ii ) মুসলিম যুগ iii ) ব্রিটিশ যুগ ।

৮। কোন সময়কাল ভারতে আধিপত্যের যুগ হিসেবে পরিচিত ?
উ : রামশরণ শর্মা , ব্রজদুলাল চট্টোপাধ্যায় , নীহার রঞ্জন রায় প্রমুখ গবেষকগণের মতে  ৬০০- ১২০০ খ্রিঃ পর্যন্ত সময়কাল ভারতে আধিপত্য বিস্তারের যুগ হিসেবে পরিচিত ।

৯। আমির খসরু কে ছিলেন ? 

উ : সুলতানিযুগের চারজন বিখ্যাত ঐতিহাসিকের মধ্যে অন্যতম ছিলেন আমির খসরু । তার উল্লেখযোগ্য গ্রন্থ হল  তুঘলকনামা , কিরান - উস - সাদাইন ইত্যাদি । তাকে ভারতের তােতা পাখি বলা হয় ।

১০। ভারতে সাতবাহন রাজা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন ?
উ : সিলভার , কপার ।

১১। প্রাক ইতিহাস ' কথাটিকে প্রথম ব্যবহার করেন ?
উ : পল তুর্নাল । ইংরেজীতে ড্যানিয়েল উইলসন ।

১২। ইতিহাসের রৈখিক কাল চেতনা কী ?
উ : অনেক ঐতিহাসিক মনে করেন যে , ইতিহাসের কাল একটি রৈখিক ধারায় সূচনা পর্ব থেকে সমাপ্তি পর্বের দিকে অগ্রসর হয় । এই ধারণা রৈখিকাল চেতনা নামে । পরিচিত ।

১৩। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বােঝ ?
উঃ ভারতে রণজিৎ গুহ সর্বপ্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চার শুরু করেন , যার মূল কথা সমাজে সাধারণ মানুষের জীবনধারা , আচার - আচরণ , খেলাধূলা , খাদ্যাভ্যাস সবই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত ।

১৪। রাজতরঙ্গিনী ' গ্রন্থের আলােচ্য বিষয় কী ?
উঃ আঞ্চলিক ইতিহাসের বিবরণ ।

১৫। ' Historia ’ শব্দের অর্থ কী ?
উঃ সত্যের অনুশীলন , যা ইতিহাস চর্চায় জরুরি । 

১৬। যুগচক্র কী ?
উঃ ভারতের ইতিহাস কিংবা পুরাণে চারটি যুগের কথা বলা হয়েছে । সত্যযুগ , দ্বাপর যুগ , ত্রেতাযুগ ও কলিযুগ । এই চারযুগ কালের গতিচক্রে আবর্তিত হয় অর্থাৎ সত্যযুগ পেরিয়ে দ্বাপর , ত্রেতা , কলিযুগ এবং কলিযুগ পেরিয়ে সত্যযুগে পরিবর্তন হয় । এই আবর্তিত চক্রকে যুগচক্র বলে ।

১৭। হায়রােগ্রাফিক লিপি কী ? 

উঃ হায়ারােগ্লাফিক লিপি হল এক ধরণের চিত্র লিপি । এই চিত্র লিপির সাহায্যে মানুষ ছবি একে মনের ভাব প্রকাশ করত । ফরাসি পন্ডিত সাঁ পােলিয়ে এই লিপি পাঠোদ্ধার করেন ।

১৮। মেটিক কী ?
উ : এথেন্সে বিদেশীদের মেটিক বলা হত ।

১৯। বৈদিক যুগের স্বর্ণমুদ্রাকে কী বলা হত ?
উ : মনা ও নিষ্ক ।

২০। সাতবাহন রাজাদের মুদ্রার নাম কী ?
উ : পােতিন । 

২১। পালদের মুদ্রার নাম কী ? 

উ: নারায়নী ।

২২। চোলদের মুদ্রার নাম কী ?

 উঃ ক্যাসু ।

২৩। রামচরিত ' গ্রন্থের রচয়িতা কে ?
উঃ সন্ধ্যাকর নন্দী ।

২৪। মালবিকাগ্নিমিত্রম ’ কার লেখা ?
উ : কালিদাস ।

২৫। সি - ইউ - কি কার লেখা ? 

উ : ফা - হিয়েন ।

২৬। আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত ?
উ : স্পেনে ।

২৭। ভিমবেটকা গুহাচিত্র কোথায় পাওয়া যায় ?
উ : ভারতে মধ্যপ্রদেশে ।

২৮। জিগুরাত কী ?
উ : প্রাচীন সুমেরে প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকত । তাকে জিগুরাত বলে ।

২৯। ফ্যারাও কী ?
উ : মিশরের রাজাদের ফ্যারাও বলে ।

৩০। হুমায়ুনের জীবনী ‘ হুমায়ুননামা ’ গ্রন্থের রচয়িতা কে ?
উ : বাবর কন্যা গুলবদন বেগম ‘ হুমায়ুননামা ' গ্রন্থটি রচনা । করেন ।

৩১। ভারতে কয়েকজন জাতীয়তাবাদী ও মাকর্সবাদী ঐতিহাসিকের নাম লেখ ?
উ : জাতীয়তাবাদী ঐতিহাসিকরা হলেন রমেশচন্দ্র মজুমদার , যদুনাথ সরকার এবং মাকর্সবাদী ঐতিহাসিকরা হলেন রজনীপাম দত্ত , সুশােভন সরকার প্রমুখ ।

৩২। আমির খসরুর লেখা গ্রন্থগুলির নাম লেখ ?
উ : তুঘলকনামা , কিরান - উস সাদাইন ।

৩৩। সবচেয়ে পুরানাে জীবাশ্ম কোথায় পাওয়া যায় ?
উ : আফ্রিকায় ।

৩৪। ভারতে পুরাণের সংখ্যা কত ?
উ : 18 টি ।

৩৫। ইন্ডিকা ’ গ্রন্থের রচয়িতা কে ? 

উ :-মেগাস্থিনিস ।

৩৬। ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উ : হেরােডােটাসকে ।


11 মন্তব্যসমূহ

Please don't put spam comments

  1. ৮ নং প্রশ্নটি আদি মধ্যযুগ হবে৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে । ভারতের ইতিহাসে সম্ভবত ১২০৬ থেকে মধ্যযুগ ধরা হয় । তার আগের সময় অর্থাৎ ৬০০-১২০৬ এই পর্যন্ত সময়কে আমরা আদি মধ্যযুগ হিসেবে ধরতে পারি ।

      মুছুন
  2. আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানা৷

    উত্তরমুছুন
  3. বোলসি সব লেসন এর নোট আছে????

    উত্তরমুছুন
  4. আছে । খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ।

    উত্তরমুছুন
  5. প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার প্রধান উপাদান কী হেল্প me

    উত্তরমুছুন